ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধাদের আঙুলের ছাপ নিয়ে ডকুমেন্টারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
মুক্তিযোদ্ধাদের আঙুলের ছাপ নিয়ে ডকুমেন্টারি ‘বীরগাঁথা ডকুমেন্টারির’ মোড়ক উন্মোচন, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে দুই হাজার ৭৩০ জন মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে তাদের দু’হাতের ছাপ সম্বলিত ‘বীরগাঁথা ডকুমেন্টারির’ মোড়ক উন্মোচন করা হয়েছে। একইসঙ্গে তাদের সম্মাননাপত্রও দেওয়া হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের একযোগে সম্মাননাপত্র দেওয়া হয়। এছাড়া তাদের দু’হাতের ছাপ সম্বলিত ডকুমেন্টারিটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ অতিথিরা।

এসময় আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলম, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ড. আহসান হাবীব নীলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ।

স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসন দুই হাজার ৭৩০ জন জীবিত মুক্তিযোদ্ধার দু’হাতের আঙুলের ছাপ, ছবি ও তথ্য সম্বলিত ডকুমেন্টারি করার উদ্যোগ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এফইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।