ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ বাংলানিউজ ফাইল ছবি

মাদারীপুর: ঝড়ো বাতাসের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার  (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল থেকে ঝড়ো বাতাস শুরু হওয়ায় পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।

এ কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে শিমুলিয়া থেকে যে ফেরিগুলো কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছিল সেগুলো কাঁঠালবাড়ী ঘাটে আসছে।

বাতাস কমে গেলে পরিস্থিতি অনুযায়ী ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। পরিবহন লোড করে ঘাটে তিনটি ফেরি রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।