ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্বাধীনতা দিবসে রাজশাহীতে আনন্দ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
স্বাধীনতা দিবসে রাজশাহীতে আনন্দ মিছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত আনন্দ মিছিল। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করছে মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর কুমারপাড়ায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  

এরপর বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

আনন্দ মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় চার নেতার ছবিসহ জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের দলীয় পতাকা হাতে দেখা যায় নেতাকর্মীদের। স্বাধীনতা দিবসে রাজশাহীতে ফুল দিয়ে শহীদদের স্মরণরাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ মিছিলে যোগদেন স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, রেলওয়ে শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মোহাম্মদ আলী কামাল, নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারসহ রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে মহানগর আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসএস/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।