ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৫ মার্চ স্মরণে রাজশাহীতে আলোর মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
২৫ মার্চ স্মরণে রাজশাহীতে আলোর মিছিল

রাজশাহী: ‘২৫ মার্চ হোক আন্তর্জাতিক গণহত্যা দিবস’ এ স্লোগানে রাজশাহীতে আলোর মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। 

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহানগরের আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

২৫ মার্চ গণহত্যার কালরাত স্মরণ এবং এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।  

পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ২৫ মার্চের এক রাতে পাকিস্তানি পিশাচরা যতো মানুষ হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। তাই এ দিনটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

এসময় ভাষাসৈনিক আবুল হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল ও জেলার সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামারুজ্জামান, কলামিস্ট প্রশান্ত সাহা, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, কল্পনা রায়, প্রকৌশলী তাজুল ইসলাম, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।