ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বর্জ্য ব্যবস্থাপনায় রাসিক ও ইকলি’র মধ্যে সমঝোতা সই 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
বর্জ্য ব্যবস্থাপনায় রাসিক ও ইকলি’র মধ্যে সমঝোতা সই  চুক্তি সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও ইকলি ( ICLEI ), সাউথ এশিয়া-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি সই হয়েছে। 

সোমবার (২৫ মার্চ) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ চুক্তি সই হয়। চুক্তিতে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ইকলি সাউথ এশিয়ার পক্ষে ডেপুটি সেক্রেটারি জেনারেল ইমানি কুমার সই করেন।

চুক্তি অনুযায়ী, আরবান লো ইমিশন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস ফেস-২ প্রকল্পের আওতায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য সংগ্রহের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প তৈরি করে বাস্তবায়ন করবে ইকলি।   

অনুষ্ঠানে প্রধান অতিথির সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নানা সীমাবদ্ধতার পরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর প্রমাণ ইতোমধ্যে দিয়েছে সরকার। সরকারের সহযোগিতায় আগামী ২/৩ বছরের মধ্যে রাজশাহীর ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন নগরবাসী।

২০২১ সালে রাজশাহীতে বিভিন্ন দেশের সংস্থা, প্রতিষ্ঠানদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন মেয়র লিটন।

অনুষ্ঠানে ইকলির ডেপুটি ডিরেক্টর সৌমিয়া চর্তুবিদুলা, বাংলাদেশ অপারেশন ম্যানেজার জুবায়ের রশিদ, সিটি প্রজেক্ট অফিসার তানসিম আলম, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।