ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

এসি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু আলমগীর হোসেন ভূঁইয়া ও তার স্ত্রী বিলকিস ফারজানা বেবী।

ঢাকা: রাজধানীর উত্তরায় বাসার এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে দগ্ধ স্বামী রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়ার (৫০) পর মারা গেছেন তার স্ত্রী ও উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা বেবী।

রোববার (২৪ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমগীর হোসেন ভূঁইয়া। আর সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস ফারজানা বেবী।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৮ মার্চ (সোমবার) দিনগত রাতে উত্তরা ৩নং সেক্টরের নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে ওই দম্পতি দগ্ধ হন। এতে তাদের দুজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।