bangla news

কক্সবাজারে চারটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-২৫ ১:১৪:৩২ এএম
কক্সবাজারে নির্বাচিত চেয়ারম্যানরা

কক্সবাজারে নির্বাচিত চেয়ারম্যানরা

কক্সবাজার: উপজেলা পরিষদ নিরবাচনে কক্সবাজারের পাঁচ উপজেলায় চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী রামু উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল (আনারস), পেকুয়ায়  জাহাঙ্গীর আলম (দোয়াত কলম), মহেশখালীতে শরীফ বাদশা (আনারস), টেকনাফে নুরুল আলম (মোটর সাইকেল) উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) রাতে ভোট গণনা শেষে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। 

এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

বোরবার অনুষ্ঠিত নিরর্বাচনে কক্সবাজারের পাঁচ  উপজেলায় তিনটি পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে
চেয়ারম্যান পদে  ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন  এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। 

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসবি/এসএইচ

ক্লিক করুন, আরো পড়ুন :   উপজেলা পরিষদ নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-03-25 01:14:32