ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ভোটকেন্দ্রে গুলিবর্ষণের অভিযোগে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৯, মার্চ ২৫, ২০১৯
ভোটকেন্দ্রে গুলিবর্ষণের অভিযোগে আটক ১

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভোটকেন্দ্রে গুলিবর্ষণের অভিযোগে বড়ইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ সময়  একটি দোনালা বন্দুক ও একটি এয়ারগান এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) বিকেলে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।  

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, নিজামিয়া ভোটকেন্দ্রে ভোট গণনার সময় ভোটকেন্দ্রে কয়েকরাউন্ড গুলিবর্ষণ করে ভীতি সৃষ্টিকালে বড়ইয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুলকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি জাহিদ।

তবে আটক জা‌হিদুলের দাবি তার অস্ত্রের বৈধ কাগজপত্র রয়েছে।  

এদিকে ঝালকাঠি সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক সেলিম এবং কাঠালিয়া উপজেলার স্বতন্ত্র প্রার্থী কিবরিয়া সিকদার ও জাহাঙ্গীর জমাদ্দার দুপুরে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।