ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈশ্বিক শ্রেষ্ঠত্বের পথে কাগতিয়া মাদরাসা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
বৈশ্বিক শ্রেষ্ঠত্বের পথে কাগতিয়া মাদরাসা .

ঢাকা: রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রায় ২২টি কামিল মাদরাসা রয়েছে। কাগতিয়া মাদরাসা এসে যা দেখলাম এতে আমি অভিভূত। এ মাদরাসার সঙ্গে অন্য কোনো মাদরাসার তুলনা হয় না। যে কোনো মাদরাসার চেয়ে এ মাদরাসা সহস্রগুণ এগিয়ে।

শনিবার (২৩ মার্চ) চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার ৮৭তম সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে করিম চৌধুরী বলেন, কাগতিয়া মাদরাসায় অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিশ্বমানের গ্রন্থাগার, আর্ন্তজাতিক মানের সম্মেলন কক্ষ রয়েছে যা অন্য কোনো প্রতিষ্ঠানে আমার চোখে পড়েনি।

হযরত গাউছুল আজমের ত্যাগ তীতিক্ষার বিনিময়ে এ মাদরাসার এতো উন্নতি। এ ধারাবাহিকতায় উনার একমাত্র প্রতিনিধি মাদরাসাকে যেভাবে পরিচালিত করছেন এ মাদরাসা একদিন বিশ্বের বুকে অন্যতম শ্রেষ্ঠ মাদরাসায় পরিণত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ সরকারি কলেজের অধ্যাপক ড. মো. ফজলুল করিম, গাছবাড়িয়া কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন মোহাম্মদ আরিফ (বিএ), ইউপি চেয়াম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, প্যানেল মেয়র বশির উদ্দীন খান প্রমুখ।  

এছাড়া অনুষ্ঠিত সালানা জলসায় রাউজান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।  

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, হযরতুলহাজ্ব আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক ও মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।