ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএনসিসির মশক নিধন কার্যক্রম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
ডিএনসিসির মশক নিধন কার্যক্রম উদ্বোধন

ঢাকা: মশার উপদ্রব কমাতে ১৫ দিনব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

শনিবার (২৩ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই।

আব্দুল হাই বলেন, রাজধানীতে মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে।

মশা সমস্যার বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়টির সমাধানে ডিএনসিসির নব-নির্বাচিত মেয়র ১৫ দিনব্যাপী মশক নিধন কার্যক্রম হাতে নিয়েছেন। যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এটা শুধু বিমানবন্দর নয়, পুরো উত্তর সিটি এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান বলেন, আমরা এর আগে ছোট পরিসরে মশক নিধন কার্যক্রম পরিচালনা করে এসেছি। নতুন করে আমরা যন্ত্রপাতি কিনেছি। সঙ্গে উত্তর সিটি সহযোগিতা করবে। আশা করি, এবার মশা নিধনে সফলতা আসবে। .অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান, সচিব রবিন্দ্র শ্রী বড়ুয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হক, সিনিয়র এক্সিকউটিভ অফিসার মেহেদি হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।