ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গায় অগ্নিকাণ্ড চার বাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
নলডাঙ্গায় অগ্নিকাণ্ড চার বাড়ি পুড়ে ছাই

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখাড়ীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে চারটি বাড়ির আটটি বসতঘর, নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- শাখাড়ীপাড়া গ্রামের আবু তাহের, তোফাজ্জল হোসেন, মাবিয়া বেগম ও আজিবর রহমান।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আকতার হামিদ খান বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে আবু তাহেরের বাড়িতে রান্না ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে চারটি বাড়ির আটিটি বসতঘর, রান্নাঘর, চাল, ডাল, ৪০ মণ পেঁয়াজ, ২০ মণ রসুন, আসবাবপত্র, নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বী, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad