ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাল্যবিয়ে: চাঁপাইনবাবগঞ্জে কনের মা ও বরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
বাল্যবিয়ে: চাঁপাইনবাবগঞ্জে কনের মা ও বরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা ও বরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও কাজীর সহকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (২২ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন এ দণ্ড দেন।  

জানা যায়, নাচোল উপজেলার হাকরাইল গ্রামের সানাউল্লাহর মেয়ে দশম শ্রেণির ছাত্রী সাথী খাতুনের সঙ্গে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকার বাবুল হোসেনের ছেলে রুবেল আলীর বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে বেলা ১১টার দিকে  সদর ইউএনও আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিয়ে পণ্ড করে দেওয়া হয়।

এ সময় কনের মা তুলন বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বর রুবেল আলীকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও বিয়ে পড়ার সময় কাজীর সহযোগী আবু হানজালাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ইউএনও আলমগীর হোসেন জানান, বাল্যবিয়ে যেখানেই হোক না কেন জানতে পারা মাত্র তা রোধ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।