ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিরামপুরে জেলা জামায়াতের আমিরসহ ১৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
বিরামপুরে জেলা জামায়াতের আমিরসহ ১৬ নেতাকর্মী আটক দিনাজপুর, ম্যাপ

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠককালে জেলা জামায়াতের আমির এবং ৬ উপজেলার আমির ও সেক্রেটারিসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সকাল সোয়া ১১টায় বিরামপুর আদর্শ বিদ্যালয়ে নাশকতার পরিকল্পনা করার সময় তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমির সাইদুল ইসলাম, হাকিমপুর উপজেলা সেক্রেটারি মীর শহিদ, ঘোড়াঘাট উপজেলা আমির আজিজার রহমান, নবাবগঞ্জ উপজেলা আমির আবুল কাসেম, পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, বিরামপুর উপজেলা আমির মোরশেদ আলী, বিরামপুর পৌর আমির সাখাওয়াত হোসেন, ফুলবাড়ী উপজেলা আমির মনজুরুল কাদের, জেলা কর্মপরিষদ সদস্য আমজাদ হোসাইন, হাফিজুল ইসলাম, এনামুল হক, এনামুল হক (২), আবু তাহের, মনজুরুল ইসলাম, রেজাউল ইসলাম।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বিরামপুর আদর্শ বিদ্যালয়ে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সবার নামেই একাধিক নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad