ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
নাটোরে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

নাটোর: নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মো. রফিক হোসেন (৪০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-হাতিয়ানদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

রফিক সিংড়া উপজেলার সাঐল গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- সিংড়া উপজেলার বাসিন্দা আবেদ আলী (৪৩) ও জাহাঙ্গীর হোসেন (৩৫)।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর আলী বাংলানিউজকে জানান,
দুইজন যাত্রী নিয়ে ইজিবাইকটি নাটোর শহর থেকে হাতিয়ানদহ হয়ে সিংড়ার দিকে যাচ্ছিল।
পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালক রফিকসহ ওই দুই যাত্রী গুরুতর আহত হন।  

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইজিবাইক চালক রফিকের মৃত্যু হয়। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আহত ওই দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টর এবং চালককে আটক করা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।