ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

আইনমন্ত্রী আনিসুল হক রাজশাহী যাচ্ছেন রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, মার্চ ২১, ২০১৯
আইনমন্ত্রী আনিসুল হক রাজশাহী যাচ্ছেন রোববার

রাজশাহী: আইনমন্ত্রী আনিসুল হক একদিনের সরকারি সফরে আগামী ২৪ রোববার (মার্চ) রাজশাহী যাবেন। 

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে তার এ সফরসূচির কথা জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, সফরসূচি অনুযায়ী আইনমন্ত্রী আনিসুল হক ২৪ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা আইনজীবী সমিতি ভবনের (বার ভবন) উদ্বোধন করবেন।

 

পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল তিনটায় মন্ত্রী বিচার বিভাগীয় কর্মকর্তারদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিনই মন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।