ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিভাগীয় কমিশনার মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিভাগীয় কমিশনার মাহমুদ

ময়মনসিংহ: ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করাতে সিঙ্গাপুর পাঠানো হয়েছে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানকে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গালিব খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বুধবার (২০ মার্চ) দুপুরে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ সিঙ্গাপুর পৌঁছেছেন।

সূত্র জানায়, ভিসা জটিলতার কারণে বিভাগীয় কমিশনারের স্ত্রী শাহীনা আক্তার ও ভাগ্নে ডা. খালিদ মাহমুদ ইকবাল সঙ্গে যেতে পারেননি। সিঙ্গাপুরে বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দেখাশুনা করবেন।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে।  

বিভাগীয় কমিশনারের রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে গত ১ মার্চ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান রাজধানীর বিএসএমএমইউতে ভর্তি হন।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯ 
এমএএএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।