ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে হানিফ পরিবহনের ২ বাসের সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
সিরাজগঞ্জে হানিফ পরিবহনের ২ বাসের সংঘর্ষে নিহত ৪ দুর্ঘটনা কবলিত দুই বাসের একটি। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হানিফ পরিবহনের দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৭ জন।

বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, বিকেলে হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সয়দাবাদ এলাকায় একই কোম্পানির ঢাকাগামী অপর একটি বাস রোড ডিভাইডার থাকা সত্ত্বেও ভুল রুটে ঢুকিয়ে দেয়। এতে বাস দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে  এক যাত্রী মারা যান। এসময় আহত হন আরো ১৭ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে আরো তিনজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।