ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় তেলের দোকানে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
খুলনায় তেলের দোকানে আগুন প্রতীকী

খুলনা: খুলনায় জ্বালানি তেলের খুচরা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যমুনা তেল কোম্পানির একটি ট্র্যাংকলরি (চট্ট মেট্রো ঢ ৪১-০১৭৪) এবং একটি দোকান ও দোকানে থাকা জ্বালানি তেল পুড়ে গেছে।

বুধবার (২০ মার্চ) দুপুর আড়াইটায় রূপসা সেতু বাইপাস সড়কের মোস্তর মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের খুলনা, টুটপাড়া ও খালিশপুর স্টেশনের ৯টি ইউনিট প্রায় ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক রেজাউল করিম জানান, খোলা স্থানে ছাপড়া স্থাপনা খুলে জ্বালানি তেল বিক্রি হচ্ছিলো। যমুনা তেল কোম্পানির একটি ট্যাংকলরি তেল সরবরাহের সময় আগুন ধরে যায়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ট্র্যাংকলরি, স্থাপনা ও দোকানে রাখা তেল পুড়ে গেছে।

এ ঘটনায় আনুমানিক প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান রেজাউল করিম।

বাংলাদেশসময়: ১৬২৫ ঘণ্টা,  মার্চ ২০,  ২০১৯
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।