ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ২ সেবা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
রাজবাড়ীতে ২ সেবা প্রতিষ্ঠানকে জরিমানা সেবা প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

রাজবাড়ী: সেবার মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অপরাধে রাজবাড়ীর দুইটি সেবা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

বাংলানিউজকে সহকারী পরিচালক শরিফুল জানান, সেবার মূল্য তালিকা না টানানোর কারণে রাজবাড়ী মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালকে ১০ হাজার এবং বিভিন্ন অনিয়মের দায়ে খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad