ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বাপ্পি নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি এ সাজা দেন।

বাপ্পি দক্ষিণ সবুজবাগ প্যাদা বাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে।

তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি বাংলানিউজকে জানান, পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন বাপ্পি। বিষয়টি ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে জানায় শিক্ষার্থী।  

আজও ছুটির পরে শিক্ষার্থী বাড়ি যাওয়ার পথে বাপ্পি তার গতিরোধ করে কথা বলতে চান। মেয়েটি কথা বলতে না চাওয়ায় একপর্যায়ে বাপ্পি তাকে চড় মারে।

এসময় ঘটনাস্থল থেকে শিক্ষকরা বখাটে বাপ্পিকে ধরে পুলিশ দেন ও বিষয়টি আমাকে জানান। পরে ভ্রাম্যমাণ আদালতে উত্ত্যক্ত করার বিষয়টি বাপ্পি স্বীকার করলে দণ্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।