ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচিত হলেন যারা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
শ্রীমঙ্গল উপজেলায় নির্বাচিত হলেন যারা রনধীর কুমার দেব, মিতালী ও সাগর।

মৌলভীবাজার: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনধীর কুমার দেব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে রনধীর কুমার দেব পেয়েছেন ৫১ হাজার ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আফজাল হক আনারস প্রতীকে পেয়েছন ১৪ হাজার ৪৩৮ ভোট।

এ পদে অপর  জাকের পার্টির মনোনীতপ্রার্থী আব্দুল কাইয়ুম গোলাপফুল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪২২ ভোট।
 
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে প্রেমসাগর হাজরা পেয়েছেন ৩১ হাজার ৮২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লিটন আহমদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৬১ ভোট।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে ২৮ হাজার ৭৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিতালী দত্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজেরা খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৬৮ ভোট বলে জানান রিটার্নিং কর্মকর্তা নজরুল।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
বিবিবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।