ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে ১৮ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ঝালকাঠিতে ১৮ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ১ পুড়ে ফেলা হচ্ছে জব্দ করা কারেন্ট জাল, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে ১৮ হাজার মিটার কারেন্ট জালসহ ওমর ফারুক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৮ মারর্চ) দুপুরে শহরতলীর কৃষ্ণকাঠী এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর দলটি শহরতলীর কৃষ্ণকাঠী এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জার মোহাম্মদ ইজাজুল হক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি উদ্ধার হওয়া কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জার মোহাম্মদ ইজাজুল হক বলেন, বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবসা করার অপরাধে আটক ওমর ফারুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলা‌দেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ