ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সীমানা বিরোধের জেরে হাতাহাতির ঘটনায় অভিযোগ দিয়ে পুলিশ নিয়ে বাড়ি ফেরার পথে লোকমান মাঝি (৫০) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ থানার গেটে এ ঘটনা ঘটে। লোকমান মোরেলগঞ্জ পৌরসভার বারুইখালি এলাকার আছমত মাঝির ছেলে।

এ ঘটনায় প্রতিবেশী ইউনুছ হাওলাদারকে আটক করেছে পুলিশ।

লোকমানের স্ত্রী নেহারু বেগম ও ছেলে আরিফ মাঝি বলেন, প্রতিবেশী ইউনুছ হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে ইউনুছসহ কয়েকজন আজ দুপুরে অতর্কিত হামলা চালায়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, দুপুরে লোকমান মাঝি থানায় এসে বলে আমার বাড়িতে পুলিশ পাঠান মারামারি হচ্ছে। আমি লোকমান মাঝির সঙ্গে পুলিশ পাঠিয়ে দেই। এসময় থানার গেট পর্যন্ত যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউনুছ হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।