ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোটি টাকার আগর বাগান ধ্বংস করলো দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
কোটি টাকার আগর বাগান ধ্বংস করলো দুর্বৃত্তরা কেটে ফেলা আগর বাগান

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্যক্তি মালিকানাধীন একটি আগর বাগান ধ্বংস করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ মার্চ) উপজেলার কামিলাছড়ি বন বিট এলাকায় এ ঘটনা ঘটে।

বাগানের মালিক কাজল বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলের দিকে খবর পান ২০০৭-২০০৮ সালের সৃজন করা তার বাগানের প্রায় ৭০টি আগর গাছ কে বা কারা কেটে দিয়েছে।

এ বাগান গড়ে তুলতে খরচ করা হয়১৩ লাখ টাকা। বর্তমানে গাছগুলোর মূল্য কোটি টাকা হবে।

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অংশীদার ভিত্তিতে উপজেলার কামিলাছড়ি বিটে গাছগুলো রোপণ করি। গাছগুলো কেটে দেওয়ায় তিনি পথে বসে গেছেন।  

কাপ্তাই আগর বাগান সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল বাংলানিউজকে জানান, বন বিভাগ আমাদের চাষ করার জায়গা দিলেও নিরাপত্তা দিতে পারেনি। আমাদের আগর বাগান বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।