bangla news

টাকায় উকিল মুন্সী বানানো যায় না: মোস্তাফা জব্বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-১৫ ৭:১১:৩৩ পিএম
বক্তব্য রাখছেন আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: বাংলানিউজ

বক্তব্য রাখছেন আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: প্রথিতযশা বাউল সাধক উকিল মুন্সী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, টাকা দিয়ে উকিল মুন্সী বানানো যায় না।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জে উকিল মুন্সী স্মরণে বাউল উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উকিল মুন্সী মানুষের সঙ্গে মানুষের মতোই মাটিতে মিশে থেকেছেন। শুধু উকিল মুন্সী নন; জালাল খাঁ, আব্দুল করিম ও হাছন রাজা- তারা যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তা অর্থ-বিত্ত দিয়ে কেনা যায় না। 

বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান। মোস্তাফা জব্বার বলেন, জালাল খাঁ কোনো দালানে জন্ম নেন না। তাদের মতো গুণী মানুষ হিসেবে জন্ম নিতে হলে হাওরে আসতে হবে। খোলা আকাশ দেখতে হবে। খোলা আকাশ থেকে মুক্ত সৃজনশীল মানুষগুলোর জন্ম হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহের ডিআইজি নিবাসচন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) মইনুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীসহ সরকারি বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-15 19:11:33