ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি আটক আটক-প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা সীমান্ত দিয়ে তার কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ইকবাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নায়েক সুবেদার মাহবুব আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে। ইকবাল মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এম জাহিদুর রশিদ বাংলানিউজকে বলেন, আটকের সময় ইকবালের কাছ থেকে তার কাটার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।  

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad