bangla news

সৈয়দপুরে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, ৩৯ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-১৫ ৫:০৮:২৭ পিএম
ভ্রাম্যমাণ আদলতের কার্যক্রম চলছে। ছবি: বাংলানিউজ

ভ্রাম্যমাণ আদলতের কার্যক্রম চলছে। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৩৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।শুক্রবার (১৫ মার্চ) সকালে এ জরিমানা করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, দীর্ঘদিন ধরে এই পথে বেশকিছু যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করে আসছিলেন। সকালে রূপসা ডাউন ও তিতুমীর ট্রেনটি সৈয়দপুর স্টেশনে পৌঁছালে ১৮ জন যাত্রীকে জরিমানা করা হয়। বিকেলে রূপসা আপ ট্রেনটি একই স্টেশনে এলে অভিযান চালানো হয়। এসময় বিনা টিকেটে ভ্রমণকারী আরও ২১ জনকে বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। বিনা টিকিটে রেল ভ্রমণের প্রবণতা কমাতে এর বিকল্প নেই বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলতাফ হোসেন, স্টেশন মাস্টার শওকত আলী, রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক ফিরোজুল ইসলাম, সৈয়দপুর থানার উপ-পরিদর্শক সোলেমান আলী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এসআই শেখ এরশাদ প্রমুখ। 

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ট্রেন সার্ভিস ভ্রাম্যমাণ আদালত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-15 17:08:27