ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত র‌্যালি, ছবি: বাংলানিউজ

রাজশাহী: ‘নিরাপদ মানসম্মত পণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয় ও কনজুমার্স অ্যাশোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) নানা আয়োজনে শুক্রবার(১৫ মার্চ) দিবসটি পালন করে।

দিবসটি উপলক্ষ্যে এইদিন সকাল ১০টার দিকে রাজশাহীর আলুপট্টি মোড় থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজের রসায়ন ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের লোভ ভোক্তাদের সর্বনাশ ডেকে আনছে। তারা নকল ও মানহীন পণ্য উৎপাদন করছে। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এক্ষেত্রে ভোক্তাদেরও অসচেতনতা রয়েছে। যে কোনো পণ্য কেনার আগে তারা মেমো নেন না। ফলে পণ্যে প্রতারিত হলেও অনেক সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। এক্ষেত্রে ভোক্তাদের সচেতন হতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আমির জাফর, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি এবং ক্যাবের জেলা সভাপতি কাজী গিয়াস।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এতে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।