ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর বিমানবন্দর ও গুলশানের নর্দা এলাকায় অভিযান চালিয়ে শর্টগান, ১৫ রাউন্ড গুলি ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে পৃথক অভিযানে তদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-জুনায়েদ শেখ, নুরজাহান (৩৫) ও আব্দুল খালেক(৩৫)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ঢাকা মেট্রো-উত্তর অঞ্চল) সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম বাংলানিউজকে বলেন, খালেক ও নূরজাহানকে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়েছে। তারা নিয়মিত পেটের ভেতরে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসতেন। তাদের দু’জনেরই পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে বের করার পর কতোগুলো ইয়াবা রয়েছে তা জানা যাবে। তাদের দু’জনেরই বাড়ি কক্সবাজারের টেকনাফে।

খুরশিদ আলম আরো জানান, অপর এক অভিযানে নর্দার সরকারবাড়ি ইসরাফিলের মেস থেকে মো. জুনাইদ শেখকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি শর্টগান, ১৫ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।