ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়া: নাশকতা মামলায় কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে গ্রেফতার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গত ৬ জানুয়ারি ভোরে কুষ্টিয়ার আব্দালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা ও আলী হায়দার স্বপনের সমার্থক মঈনুদ্দিন বিশ্বাস নিহত হন।

পরে ওই এলাকায় বাড়িঘর ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বাংলানিউজকে বলেন, নাশকতা মামলায় আলী হায়দার স্বপনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।