ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয় ইভটিজিংয়ের অপরাধে যুবকের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
সোনারগাঁয় ইভটিজিংয়ের অপরাধে যুবকের দণ্ড ইভটিজিং অপরাধে সাজাপ্রাপ্ত সাব্বির হোসেন/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুরে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে সাব্বির হোসেন (২০) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ইভটিজিং করার সময় বিদ্যালয়ের গেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

সাব্বির হোসেন কাচপুরের খালপাড় এলাকার মিনার হোসেনের ছেলে।  

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ইভটিজিংয়ের সময় সাব্বিরকে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও তাকে তিন মাসের সাজা দেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।