ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পল্লবীতে ইফতার মাহফিলে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

ঢাকা: পল্লবীতে মঙ্গলবার স্থানীয় সাংসদ ও তার সমর্থকদের আয়োজিত এক ইফতার মাহফিলস্থলের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রধান অথিতি হিসেবে আমন্ত্রিত বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ মাহফিল শেষে চলে যাওয়ার পরর্পই এ ঘটনা ঘটে।

ককটেলের স্পি­ন্টার লেগে এক কিশোরী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহত লিপিকে (১৪) স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে পল্লবী থানা সূত্রে জানা গেছে।

থানার এএসআই জিল্লুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, মঙ্গলবার পল্লবীর দুই নম্বর ওয়ার্ডে ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ঈদগাহ মাঠে মহিলা সাংসদ সাহিদা দীপ্তি ও তার সমর্থকরা ইফতার মাহফিলে আয়োজন করেন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় ইফতার শেষে প্রতিমন্ত্রী সভাস্থল ত্যাগ করার পরপরই মাঠের উত্তর-পূর্ব কোণ থেকে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময় : ২২০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।