ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান ভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় মিষ্টির দোকান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় নগরের সদর রোডে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দায়ে নগরের সদর রোডের মা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারকে১৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে সদর রোডের এফ রহমান ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক সোয়াইব মিয়া।

অভিযানকালে উপস্থিত ছিলেন নগর ক্যাব কর্মকর্তা মো. জাহাঙ্গীর মোল্লাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলা‌দেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad