ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে আহত ৩৭

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

খাগড়াছড়ি: খাগগাছড়ি জেলার বাঘাইহাট সীমান্তের মাছালং থানার ১৪ মাইল চম্পা বাগান দুর্গম এলাকায় পাহাড় বেয়ে নিচে নামার সময় চাঁদের গাড়ি (জিপ গাড়ি) উল্টে ৩৭ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মোহম্মদ হোসেন (১৮) ও রমজান আলীকে (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের বাড়ি খাগড়াছড়ির শালবাগান এলাকায়।

আহত আরও ২৪ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাঁকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের প্রায় সবাই নির্মাণ শ্রমিক।

আহত কামাল জানান, ড্রাইভারের লাগামহীন গতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে।

এই রিপোর্ট লেখার আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থানরত চিকিৎসাধীন রমজানের দুলাভাই ফজলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রমজান আলী সংকটাপন্ন অবস্থায় রয়েছে। মোহম্মদ হেসেনের পা কেটে ফেলা হতে পারে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।