ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরের রামগতি পৌর শহরের ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
লক্ষ্মীপুরের রামগতি পৌর শহরের ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ রামগতি পৌর শহরের আলেকজান্ডার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি পৌর শহরের আলেকজান্ডার বাজারে জেলা পরিষদের প্রায় দশ কোটি টাকা মূল্যের দেড় একর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন। এতে সহায়তা করেছে রামগতি থানা পুলিশ।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, প্রধান নির্বাহী কমর্কতা মীর শওকত হোসেন উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, ১০ কোটি টাকা মূল্যে দেড় একর সম্পত্তি প্রায় দেড় যুগ ধরে অবৈধ দখলে ছিল। এতে অবৈধভাবে গড়ে উঠা ২৫টি দোকান উচ্ছেদ অভিযানের মাধ্যমে জেলা পরিষদের জমি দখল মুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।