ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ৩ জুয়াড়ির কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
সিরাজগঞ্জে ৩ জুয়াড়ির কারাদণ্ড আটক তিন জুয়াড়ি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার চন্ডীদাসগাঁতী গ্রামের ইউনুস (৩৫), মধু (২৬) ও আনোয়ার (৩৯)।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান,  চন্ডীদাসগাতী আব্বাসীয়া দাখিল মাদ্রাসার পাশে লিচু বাগানে দীর্ঘদিন ধরে  জুয়ার আসর চলে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত  অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান। পরে আটক জুয়াড়িদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।  এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি পুড়িয়ে দেওয়া হয়।  

অভিযান চলাকালে পৌর সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম, পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ