ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে এসএমই মেলা শুরু শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
নীলফামারীতে এসএমই মেলা শুরু শুক্রবার সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীতে শুক্রবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে সাতদিনের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) পণ্য মেলা। চলবে বৃহস্পতিবার (২১ মার্চ) পর্যন্ত।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) বেগম নাজিয়া শিরিন।  
 
সম্মেলনে তিনি বলেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের পরিচিতির পাশাপাশি প্রদর্শন ও বিপণনের মাধ্যমে এসব পণ্যের বিকাশের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুক্রবার থেকে নীলফামারী হাই স্কুলমাঠে (বড়মাঠ) সাতদিনের এসএমই মেলার আয়োজন করা হয়েছে।

 

সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।