ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আনসার-গ্রাম পুলিশের ৫ সদস্যকে চাকরিচ্যুতির প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আনসার-গ্রাম পুলিশের ৫ সদস্যকে চাকরিচ্যুতির প্রতিবাদ সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ সদস্যকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রামে আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত হিল আনসার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে জেলার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা ছাড়াই চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন।

চাকরির মেয়াদকাল সম্পন্ন হয়েছে এ মর্মে নোটিশ দিয়ে হিল আনসার সদস্যদের অভিহিত করা হয়।

সংবাদ সম্মেলনে হিল আনসার সদস্যরা পেনশন ও এককালীন অনুদানসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান।

পার্বত্য অঞ্চলে তৎকালীন বিরাজমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে ৪৮০জন এবং রাঙামাটিতে আরো ১২০জনসহ মোট ৬০০ হিল আনসার সদস্যকে নিয়োগ দেয় সরকার। এ বাহিনী পার্বত্য অঞ্চলে অন্যান্য বাহিনীর সঙ্গে সহায়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।