ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অস্ত্রসহ শাহজালালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
অস্ত্রসহ শাহজালালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা: পূর্ব ঘোষণা ছাড়াই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তল ও গুলি নিয়ে প্রবেশ করায় যশোরের চৌগাছার ফুলসাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাকে গ্রেফতার করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্ররণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় মাসুদ চৌধুরী নভোএয়ারের একটি ফ্লাইটে যশোরে যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করেন। তার হ্যান্ড ব্যাগ স্ক্যান করার সময় নিরাপত্তাকর্মীরা স্ক্যানিং মেশিনে একটি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি  শনাক্ত করেন। পরে পূর্ব ঘোষণা ছাড়া পিস্তল ও গুলি নিয়ে টার্মিনালে প্রবেশের দায়ে মাসুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা জানান, জিজ্ঞাসাবাদে মাসুদ চৌধুরী যশোরের চৌগাছার ফুলসাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে নিজেকে পরিচয় দিয়েছেন।  

বিমানবন্দর সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিপূর্বে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সকল যাত্রীকে পূর্ব ঘোষণা ছাড়া অস্ত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪৯
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।