ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজদিখানে দুই ইটাভাটাকে ৬ লাখ টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
সিরাজদিখানে দুই ইটাভাটাকে ৬ লাখ টাকা জরিমানা  ইটাভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজাদিখানে দুইটি ইটভাটাকে ৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জেলা পরিবেশ অধিদফতরের উদ্যোগে সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলার লতব্দী ও খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  

অভিযানের নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া।

মুন্সীগঞ্জ পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে উপজেলার লতব্দী এলাকার মেসার্স মায়ের দোয়া ব্রিকস ম্যানুফ্যাকচারার ইটভাটাকে ৪ লাখ ৫ হাজার টাকা ও একই অপরাধে খিদিরপুর এলাকার মেসার্স সামাদ ব্রিকস কোম্পানি ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad