ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে ইট দিয়ে আঘাত করে পুলিশের সোর্সকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
খিলগাঁওয়ে ইট দিয়ে আঘাত করে পুলিশের সোর্সকে হত্যা

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার শান্তিপুর স্কুলের পেছনের মাঠে ইট দিয়ে আঘাত করে ওহাব (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ওহাব পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

রোববার (১০ মার্চ) দিনগত রাত ১১টার দিকে বেশ কয়েকজন ব্যক্তি মিলে ওহাবের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ওহাব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থল হাসপাতালে ভর্তি করেন। মধ্যরাতের ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।