ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের  সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের (৩৫) বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।

একই সঙ্গে প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।  

শুক্রবার (৮ মার্চ) দিনগত মধ্য রাতে লালমনিরহাটের আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদিতমারী উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম।

 

এপিএস মিজানুর রহমান মিজান আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাট ২ (আদিতামারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, সরকারি সুযোগ সুবিধা নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সামিল। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস হয়ে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত রফিকুল আলমের নৌকা প্রতীকে ভোট চান মিজানুর রহমান মিজান।  

এছাড়াও নৌকার পক্ষে সমর্থন দিতে সাধারণ ভোটার থেকে নেতাকর্মীদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন বলে দাবি করে গত ৬ মার্চ এপিএস মিজানুরের বিরুদ্ধে সিইসি বরাবরে লিখিত অভিযোগ করেন এ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক ইমরুল কায়েস (মোটরসাইকেল)।

অভিযোগটি আমলে নিয়ে ৮ মার্চ জরুরি বৈঠকে বসে প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সেই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন।  

নির্দেশনার চিঠি পাওয়ার পর আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম বাদী হয়ে আদিতমারী মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এখন পর্যন্ত মিজানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।