ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ২৭৭ চালকল মালিককে নোটিশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

ঠাকুরগাঁও: সরকারের সঙ্গে ধান-চাল সরবরাহের চুক্তি না করায় ঠাকুরগাঁওয়ের ২৪২ চালকল মালিককে সতর্কীকরণ নোটিশ দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

ঠাকুরগাঁওয়ের জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদির বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, মঙ্গলবার জারি করা এ নোটিশে অভিযুক্ত চালকল মালিকদের দ্রুত চুক্তি সম্পন্ন করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ধানচাল সরবরাহের তাগাদা দেওয়া হয়েছে।



এছাড়া চুক্তিবদ্ধ ১ হাজার ৩০৭ জনের মধ্যে ৩৫ জন মালিক এখনো চাল সরবরাহ না করায় তাদেরকেও ঐ নোটিশ প্রদান করা হবে বলেও জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো চালকল মালিক সরকারের সঙ্গে সরবরাহ চুক্তি করতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।