ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা পৃথিবীর শীর্ষ নগরী হবে: আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ঢাকা পৃথিবীর শীর্ষ নগরী হবে: আতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানাচ্ছেন মেয়র আতিকুলসহ অন্যরা

ঢাকা: ঢাকাবাসীরা নিজেদের দায়িত্ব মেনে চললে ঢাকাকে পৃথিবীর সবচেয় সুন্দর শহরে পরিণত করতে বেশি সময় লাগবে না। অচিরেই ঢাকা পৃথিবীর শীর্ষ নগরীতে পরিণত হবে।

শুক্রবার (০৮ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আমরা আশা করি সবাইকে নিয়ে একটি সুস্থ, সুন্দর ও গতিময় ঢাকা গড়তে পারবো।

আমরা সবাই মিলে, সবার ঢাকা, একটি সুন্দর ঢাকা গড়ার প্রত্যাশা রয়েছে। আমরা ঢাকা শহরে যারা থাকি তারা সবাই জানি আমাদের দায়িত্ব কী। আমাদের দায়িত্ব যদি আমরা মেনে চলি তাহলে ঢাকাকে শীর্ষ শহরে পরিণত করতে বেশি সময় লাগবে না।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আতিকুল ইসলাম বলেন, আমাদের কাছে সময় কম। আমরা দ্রুত কাজ শুরু করব। রোববার (১০ মার্চ) আমি প্রথম অফিস করব। তার দুই এক দিনের মধ্যে সব কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা কাজ শুরু করবো। যদিও ঢাকার সমস্যাগুলো সময়সাপেক্ষ তবুও আমরা শুরু করে দিতে চাই। সময় যা লাগার লাগবে।

শ্রদ্ধা নিবেদনের সময় বিজিএমইএ'র সভাপতি মহীউদ্দীন আলমগীর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সিনিয়র সহ সভাপতি শেখ ফাহিম উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল তিনটার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে এসে পৌঁছায় মেয়র আতিকুল ইসলামের গাড়িবহরে। বহরে ডিএনসিসির নব্য নির্বাচিত কাউন্সিলরসহ পুরনো কাউন্সিলররা এবং সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এসএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।