ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে আন্তর্জাতিক নারী দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
সিলেটে আন্তর্জাতিক নারী দিবস পালন সিলেটে আন্তর্জাতিক নারী দিবস পালন। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে দিবসটিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।  

র‌্যালিটি নগরের রিকাবিবাজার পুলিশ লাইন থেকে বের হয়ে নগরের চৌহাট্টা পয়েন্ট ঘুরে পুলিশ লাইনে এসে শেষ হয়।

র‌্যালির নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।  

পরে পুলিশ লাইনে নারী পুলিশ সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের নারী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।  

এছাড়া জেলা পুলিশের উদ্যোগে ও র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।