ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার অসুস্থ, নেয়া হবে সিঙ্গাপুর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার অসুস্থ, নেয়া হবে সিঙ্গাপুর 

ময়মনসিংহ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। 

বৃহস্পতিবার (৭ মার্চ) মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার এ পরামর্শ দেন।  

জানা গেছে, মাহমুদ হাসানের রক্তে ডব্লিউবিসি, আরবিসি ও প্লাটিলেট খুব দ্রুত কমে যাচ্ছে।

বোনমেরু থেকে নতুন রক্ত সেল প্রোডাকশন রেট খুব কম, তাছাড়া ব্লাডসুগারও বেশি।
 
পারিবারিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় কয়েকদিনের মধ্যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। বিভাগীয় কমিশনারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) সুভাষ চন্দ্র বিশ্বাস।  

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯ 
এমএএএম/ইএআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad