ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

১১০ টন পলিথিন জব্দ, জরিমানা ১৪ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
১১০ টন পলিথিন জব্দ, জরিমানা ১৪ লাখ জব্দ পলিথিন

ঢাকা: পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১০ টন নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৬টি কারখানা সিলগালাসহ ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ মার্চ) বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-৩, পরিবেশ অধিদফতর ও ডিপিডিসি যৌথভাবে এ অভিযান চালায়।

সারওয়ার আলম জানান, আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন তৈরি ও দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ করায় সোয়ারিঘাট এলাকায় ১৬টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

জরিমানা আদায় করা হয়েছে ১৪ লাখ টাকা।

এসময় ১১০ টন পলিথিন ও পলিথিন তৈরির উপাদান জব্দ করা হয়েছে। অবৈধ কেমিক্যাল ও পলিথিনের বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।