ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ৩ ইটভাটাকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ময়মনসিংহে ৩ ইটভাটাকে সোয়া ২ লাখ টাকা জরিমানা ইটভাটায় অভিযান, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে আকারে ছোট ইট তৈরি করায় তিন ইটভাটাকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৬ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করেন।

তিনি জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্ধারিত আকারের চেয়ে ছোট ইট তৈরির অপরাধে উপজেলার সমতা ব্রিকস ও সৌরভ ব্রিকসকে ১ লাখ টাকা করে এবং জাহান ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।