ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইনজীবী রাজিয়া সুলতানাকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
আইনজীবী রাজিয়া সুলতানাকে মার্কিন দূতাবাসের অভিনন্দন আইনজীবী রাজিয়া সুলতানা

ঢাকা: রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা বাংলাদেশি আইনজীবী রাজিয়া সুলতানা ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হওয়ায় মার্কিন দূতাবাস অভিনন্দন জানিয়েছে।

বুধবার (৬ মার্চ) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দশজন অনন্য নারীর মধ্যে রাজিয়া অন্যতম যারা সেক্রেটারি অব স্টেট পম্পেওর আয়োজনে আগামীকাল ৭ মার্চ একটি অনুষ্ঠান থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad