ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধনবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
ধনবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মধুপুর (টাঙ্গাইল): ভেজালবিরোধী অভিযানে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা।  

বাংলানিউজকে ইউএনও জানান, পচা-বাসি খাবার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের অপরাধে ধনবাড়ী মূল সড়কের পাশে মনোলোভা সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ১০ হাজার ও ধনবাড়ী নিজবর্ণি জনতা বেকারিকে ১৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়ায় দেওয়ান মেডিকেল হলকে ১০ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।


 
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (২ এপিবিএন) পরিদর্শক খন্দকার বাবুল আখতার।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।